বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

ঘৃনা করি

আমাদের আসে পাসে অনেক কাপুরুষ আছে ! যারা কোন অন্যায় অত্যাচারে সামান্য তম প্রতিবাদ করার চেষ্টা করে না। ইসলামে সর্ব নীন্ম প্রতিবাদের মাধ্যম হচ্ছে অন্তর দিয়ে অন্যায় কারীকে ঘৃণা করা, এমন কি তারা তাও করে না। মনে হচ্ছে তাদের মানবতা, মনুষ্যত্ব, বিবেক হারিয়ে গেছে! পশুর জীবনের সাথে তাদের জীবনের তেমন কোন পার্থক্য নেই। আমি এই রকম মানুষ রূপি পশুদের ঘৃণা করি, হোক সে আমার যতই কাছের মানুষ। Omar faruk

শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

ক্রিকেট খেলা দেখা নিয়ে কিছু কথা

আমি এক সময় খুব ক্রিকেট প্রেমিক ছিলাম,মাঝে মাঝে টিভিতে খেলা দেখতাম। ইকটু চিন্তা করে দেখলাম,একজন মুসলিম হিসেবে নিরপেক্ষ ভাবে বলতে গেলে এটাই বলতে হয় যে,আসলে খেলা দেখার চাইতে না দেখাটাই উত্তম,এই খেলা দেখার কারণে অনেকের ফরয নামাজ ছুটে যাবার সম্ভাবনা থাকে। অনেকেই হয়তো বলবেন ভাই যে নামাজ পড়ার সে ঠিকই সময় হলে নামাজ পড়ে কিন্তু আমি বলব কিছুটা হলেও প্রভাব পরার সম্ভবনা থাকে। বরং শরীর চর্চার উদ্দেশ্য কিছু সময় ক্রিকেট,ফুটবল ইত্যাদি দৌড় জাতিয় খেলা করা জেত পারে কিন্তু একটু ভালো ভাবে চিন্তা করুন আর নিজের মনকে প্রশ্ন করুন এই খেলা দেখে পরকালে আমাদের কি কোন ফায়দা হবে? তাই আমি নিজেও খেলা দেখা বর্জন করেছি আর আমার মুসলিম ভাই বোনদেরকেও খেলা না দেখার অনুরোধ করছি। ক্রিকেট প্রেমিক দের কাছে বিষয়টা খুব কঠিন হয়ে গেল তাই না। অনেকেই হয়তো বলবেন,খেলা দেখাটা হল দেশ প্রেমের একটা অংশ এই খেলা আমাদের দেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছে কিন্তু ইকটু চিন্তা করে দেখুন এই সম্মান আমাদের পরকালের জন্য কি উপকারে আসবে?

সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

মুসলিমদের মধ্যে কিছু উগ্রবাদী মুসলিম আছে

আছছালামুআলাইকুম, নাস্তিক দের মধ্যে যেমন কিছু উগ্রবাদী নাস্তিক রয়েছে তেমনি কিছু নাম দারি মুসলমানদের মধ্যেও উগ্রবাদী মুসলিম আছে।যারা কিনা ইসলামের নাম দিয়ে বা ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গীবাদ করছে। নিরিহ মুসলরা যেমন কিছু নাস্তিক ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে নির্যাতিত হচ্ছে তেমনি নাম দাড়ি কিছু উগ্রবাদী মুসলিমদের কারনে বিশ্বের অন্যান্য ধর্মের মানুষরা সহ অনেক নিরিহ মুসলিমরা ও নির্যাতনের শিকার হচ্ছে ।আমাদের বাংলাদেশ ও উগ্রবাদী কিছু মুসলিম আছে। অবশ্যই আছে তা না হলে নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে কারা? উনার আকিদা গত সমস্যা থাকতেই পারে তাই বলে এভাবে অতর্কিত ভাবে হামলা করে হত্যা করাটা ইসলাম সমর্থন করে না ।এটা কখনো কোন সুস্থ মুসলিমদের কাজ হতে পারে না। সরকার পক্ষ থেকে এই রকম উগ্রবাদী মুসলিমদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের সাধারণ জনগণের আরো সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি । আমাদের দেশে অনেক সময় দেখা যায় এক জনের অপরাধের কারণে অন্য জনকে শাস্তি দেওয়া হয় ! এটা মোটেও ইসলাম সম্মত নয় ।যে অপরাধী, শাস্তি সেই পাবার যোগ্য। এবং এই শান্তির দাবিটা করতে হবে আইন সংগত ভাবে ।যে সব ইসলাম বিদ্বেষী নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কটুক্তি মুলক কথা বলছে বা লিখছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি। তাদের হত্যার হুমকি দিয়ে বা হত্যা করে এটা কোন সমাধানে পথ হতে পারে না। এইসব উগ্রবাদী মুসলিমদের কারনে আমাদের দেশের বিভিন্ন নিরিহ হিন্দু ধর্মের মানুষরা নির্যাতিত হচ্ছে ।যার কোন সুষ্ঠ নিরপেক্ষ বিচার হছে না । তাছাড়া কোন নাস্তিক যদি ইসলাম নিয়ে অপমান মূলক কথা বলে তারো কোন সুষ্ঠ বিচার সরকার করছে না। তো এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে পরিস্থিতি আরো ভয়াবহর দিকে যেতে থাকবে।সরকারের উচিত এ সব বিষয়ে আরো সস্চার হওয়া। অপরাধ যারি হোক বিচার নিরপেক্ষ ভাবে হতে হবে। আমরা মুসলিম বলে যে সব সময় অন্ধের মত মুসলমানদের কেই সমর্থন করব বা করতে হবে এই ধারণাটা ঠিক নয়। omar faruk
https://www.facebook.com/ofshoel

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

মানুষ কে ক্ষমা করতে শিখুন, অনেক শান্তি পাবেন

প্রিয় পাঠক গন, মানুষ কে ক্ষমা করে শিখুন, অনেক শান্তি পাবেন। দেখছেন না ক্ষমার অভাবে জগত সংসারে দিন দিন অশান্তি বেরেই চলেছে। মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উটছে ! কোথায় ভেসে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি, অইতিয্য। পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে! এই যদি হবে, তাহলে কোথায় গেলো পৃথিবীর বাসিন্দাদের সুখ, কোথায় গেলো শান্তি। পত্রিকার পাতা খুললেই বুকটা ধক করে উঠে, জলছে প্রসাদ! পালাচ্ছে মানুষ প্রানের ভয়ে, আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে মরন অশ্র। বাবার হাতে খুন হচ্ছে সন্তান, সন্তানের ঘাড় ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পরছে বাবা, মা। স্বামী স্ত্রী কে অবিশ্বাস্য করছে, ভেঙ্গে যাচ্ছে ঘড় সংসার। বলতে পারেন এসবের শেষ কোথায়? না কথা গুলো আমার নয়, একটি পুরনো নাটক থেকে নকল করেছি।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

বাড়ির পাশে পুকুর থাকলে চোট বাচ্চাদের সসাবধানে রাখুন

কিছুক্ষণ আগে খবর টি দেখলাম, ভোলায় গত কালকের পানিতে পরে যাওয়া মৃত্যু জমজ দুই বোনকে ৪ ঘন্টা পর উদ্ধার করা হয়। নিষ্পাপ শিশু দুটি পৃথিবী থেকে ছলে গেলো। শিশুদের প্রতি আমাদের আরো যত্নবান হওয়া উচিত, ওদের মতো আরো কতো নিষ্পাপ প্রান হারিয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

ডঃ জাকির নায়েক কে নিয়ে কিছু কথা

ডক্টর জাকির নায়েক প্রমান করে দিল যে কোরআন হাদিসের জ্ঞান যে শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য, এই ধারণাটা ঠিক নয়।যারা জেনারেল লাইনে পড়া শুনা করছে তারাও চেষ্টা করলে কোরআন হাদিস এর জ্ঞান অর্জন করতে পারে ।আর এই সহজ বিষয়টা জটিল করছে মাদ্রাসা থেকে নাম মাত্র পাস করা আলেম নামের কিছু ধর্ম ব্যবসায়ীরা। যারা কিনা নিজেদের পকেট ভরার ব্যবসা চালু রাখার জন্য ধর্মকে পুঁজি করে নিজেদের ইচ্ছে মতো ধর্মকে পরিবর্তন করে, যা সাধারণত মানুষ বুঝতে পারে না, আর তারা সাধারণ মানুষের এই সরলতার সুযোগটাই ব্যবহার করছে। এখন কেউ যদি জেনারেল লাইনের ছাত্র হয়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের চেষ্টা করে আর হক বলতে শুরু করে তখন তারা কোন প্রমাণ ছাড়াই মূর্খের মতো বলে যে এ ইহুদীদের দালাল এ খৃষ্টানদের দালাল ইত্যাদি।