সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

মুসলিমদের মধ্যে কিছু উগ্রবাদী মুসলিম আছে

আছছালামুআলাইকুম, নাস্তিক দের মধ্যে যেমন কিছু উগ্রবাদী নাস্তিক রয়েছে তেমনি কিছু নাম দারি মুসলমানদের মধ্যেও উগ্রবাদী মুসলিম আছে।যারা কিনা ইসলামের নাম দিয়ে বা ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গীবাদ করছে। নিরিহ মুসলরা যেমন কিছু নাস্তিক ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে নির্যাতিত হচ্ছে তেমনি নাম দাড়ি কিছু উগ্রবাদী মুসলিমদের কারনে বিশ্বের অন্যান্য ধর্মের মানুষরা সহ অনেক নিরিহ মুসলিমরা ও নির্যাতনের শিকার হচ্ছে ।আমাদের বাংলাদেশ ও উগ্রবাদী কিছু মুসলিম আছে। অবশ্যই আছে তা না হলে নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে কারা? উনার আকিদা গত সমস্যা থাকতেই পারে তাই বলে এভাবে অতর্কিত ভাবে হামলা করে হত্যা করাটা ইসলাম সমর্থন করে না ।এটা কখনো কোন সুস্থ মুসলিমদের কাজ হতে পারে না। সরকার পক্ষ থেকে এই রকম উগ্রবাদী মুসলিমদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের সাধারণ জনগণের আরো সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি । আমাদের দেশে অনেক সময় দেখা যায় এক জনের অপরাধের কারণে অন্য জনকে শাস্তি দেওয়া হয় ! এটা মোটেও ইসলাম সম্মত নয় ।যে অপরাধী, শাস্তি সেই পাবার যোগ্য। এবং এই শান্তির দাবিটা করতে হবে আইন সংগত ভাবে ।যে সব ইসলাম বিদ্বেষী নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কটুক্তি মুলক কথা বলছে বা লিখছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি। তাদের হত্যার হুমকি দিয়ে বা হত্যা করে এটা কোন সমাধানে পথ হতে পারে না। এইসব উগ্রবাদী মুসলিমদের কারনে আমাদের দেশের বিভিন্ন নিরিহ হিন্দু ধর্মের মানুষরা নির্যাতিত হচ্ছে ।যার কোন সুষ্ঠ নিরপেক্ষ বিচার হছে না । তাছাড়া কোন নাস্তিক যদি ইসলাম নিয়ে অপমান মূলক কথা বলে তারো কোন সুষ্ঠ বিচার সরকার করছে না। তো এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে পরিস্থিতি আরো ভয়াবহর দিকে যেতে থাকবে।সরকারের উচিত এ সব বিষয়ে আরো সস্চার হওয়া। অপরাধ যারি হোক বিচার নিরপেক্ষ ভাবে হতে হবে। আমরা মুসলিম বলে যে সব সময় অন্ধের মত মুসলমানদের কেই সমর্থন করব বা করতে হবে এই ধারণাটা ঠিক নয়। omar faruk
https://www.facebook.com/ofshoel

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন