বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

বাড়ির পাশে পুকুর থাকলে চোট বাচ্চাদের সসাবধানে রাখুন

কিছুক্ষণ আগে খবর টি দেখলাম, ভোলায় গত কালকের পানিতে পরে যাওয়া মৃত্যু জমজ দুই বোনকে ৪ ঘন্টা পর উদ্ধার করা হয়। নিষ্পাপ শিশু দুটি পৃথিবী থেকে ছলে গেলো। শিশুদের প্রতি আমাদের আরো যত্নবান হওয়া উচিত, ওদের মতো আরো কতো নিষ্পাপ প্রান হারিয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে।

1 টি মন্তব্য:

  1. যাদের বাড়ির আসে পাশে পুকুর বা ডোবা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন,

    উত্তরমুছুন