শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

মানুষ কে ক্ষমা করতে শিখুন, অনেক শান্তি পাবেন

প্রিয় পাঠক গন, মানুষ কে ক্ষমা করে শিখুন, অনেক শান্তি পাবেন। দেখছেন না ক্ষমার অভাবে জগত সংসারে দিন দিন অশান্তি বেরেই চলেছে। মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উটছে ! কোথায় ভেসে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি, অইতিয্য। পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে! এই যদি হবে, তাহলে কোথায় গেলো পৃথিবীর বাসিন্দাদের সুখ, কোথায় গেলো শান্তি। পত্রিকার পাতা খুললেই বুকটা ধক করে উঠে, জলছে প্রসাদ! পালাচ্ছে মানুষ প্রানের ভয়ে, আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে মরন অশ্র। বাবার হাতে খুন হচ্ছে সন্তান, সন্তানের ঘাড় ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পরছে বাবা, মা। স্বামী স্ত্রী কে অবিশ্বাস্য করছে, ভেঙ্গে যাচ্ছে ঘড় সংসার। বলতে পারেন এসবের শেষ কোথায়? না কথা গুলো আমার নয়, একটি পুরনো নাটক থেকে নকল করেছি।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

বাড়ির পাশে পুকুর থাকলে চোট বাচ্চাদের সসাবধানে রাখুন

কিছুক্ষণ আগে খবর টি দেখলাম, ভোলায় গত কালকের পানিতে পরে যাওয়া মৃত্যু জমজ দুই বোনকে ৪ ঘন্টা পর উদ্ধার করা হয়। নিষ্পাপ শিশু দুটি পৃথিবী থেকে ছলে গেলো। শিশুদের প্রতি আমাদের আরো যত্নবান হওয়া উচিত, ওদের মতো আরো কতো নিষ্পাপ প্রান হারিয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে।