বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

ঘৃনা করি

আমাদের আসে পাসে অনেক কাপুরুষ আছে ! যারা কোন অন্যায় অত্যাচারে সামান্য তম প্রতিবাদ করার চেষ্টা করে না। ইসলামে সর্ব নীন্ম প্রতিবাদের মাধ্যম হচ্ছে অন্তর দিয়ে অন্যায় কারীকে ঘৃণা করা, এমন কি তারা তাও করে না। মনে হচ্ছে তাদের মানবতা, মনুষ্যত্ব, বিবেক হারিয়ে গেছে! পশুর জীবনের সাথে তাদের জীবনের তেমন কোন পার্থক্য নেই। আমি এই রকম মানুষ রূপি পশুদের ঘৃণা করি, হোক সে আমার যতই কাছের মানুষ। Omar faruk