শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

ক্রিকেট খেলা দেখা নিয়ে কিছু কথা

আমি এক সময় খুব ক্রিকেট প্রেমিক ছিলাম,মাঝে মাঝে টিভিতে খেলা দেখতাম। ইকটু চিন্তা করে দেখলাম,একজন মুসলিম হিসেবে নিরপেক্ষ ভাবে বলতে গেলে এটাই বলতে হয় যে,আসলে খেলা দেখার চাইতে না দেখাটাই উত্তম,এই খেলা দেখার কারণে অনেকের ফরয নামাজ ছুটে যাবার সম্ভাবনা থাকে। অনেকেই হয়তো বলবেন ভাই যে নামাজ পড়ার সে ঠিকই সময় হলে নামাজ পড়ে কিন্তু আমি বলব কিছুটা হলেও প্রভাব পরার সম্ভবনা থাকে। বরং শরীর চর্চার উদ্দেশ্য কিছু সময় ক্রিকেট,ফুটবল ইত্যাদি দৌড় জাতিয় খেলা করা জেত পারে কিন্তু একটু ভালো ভাবে চিন্তা করুন আর নিজের মনকে প্রশ্ন করুন এই খেলা দেখে পরকালে আমাদের কি কোন ফায়দা হবে? তাই আমি নিজেও খেলা দেখা বর্জন করেছি আর আমার মুসলিম ভাই বোনদেরকেও খেলা না দেখার অনুরোধ করছি। ক্রিকেট প্রেমিক দের কাছে বিষয়টা খুব কঠিন হয়ে গেল তাই না। অনেকেই হয়তো বলবেন,খেলা দেখাটা হল দেশ প্রেমের একটা অংশ এই খেলা আমাদের দেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছে কিন্তু ইকটু চিন্তা করে দেখুন এই সম্মান আমাদের পরকালের জন্য কি উপকারে আসবে?