বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

ডঃ জাকির নায়েক কে নিয়ে কিছু কথা

ডক্টর জাকির নায়েক প্রমান করে দিল যে কোরআন হাদিসের জ্ঞান যে শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য, এই ধারণাটা ঠিক নয়।যারা জেনারেল লাইনে পড়া শুনা করছে তারাও চেষ্টা করলে কোরআন হাদিস এর জ্ঞান অর্জন করতে পারে ।আর এই সহজ বিষয়টা জটিল করছে মাদ্রাসা থেকে নাম মাত্র পাস করা আলেম নামের কিছু ধর্ম ব্যবসায়ীরা। যারা কিনা নিজেদের পকেট ভরার ব্যবসা চালু রাখার জন্য ধর্মকে পুঁজি করে নিজেদের ইচ্ছে মতো ধর্মকে পরিবর্তন করে, যা সাধারণত মানুষ বুঝতে পারে না, আর তারা সাধারণ মানুষের এই সরলতার সুযোগটাই ব্যবহার করছে। এখন কেউ যদি জেনারেল লাইনের ছাত্র হয়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের চেষ্টা করে আর হক বলতে শুরু করে তখন তারা কোন প্রমাণ ছাড়াই মূর্খের মতো বলে যে এ ইহুদীদের দালাল এ খৃষ্টানদের দালাল ইত্যাদি।